গোলাপগঞ্জ প্রতিনিধি ::সিলেটের গোলাপগঞ্জে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল মালিক লাল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.রিপন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান মো.আনোয়ার হোসাইন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা পড়া শুধু উপভোগ বা প্রতিষ্ঠিত হওয়ার বিষয় নয়, শিক্ষা অর্জনকে চরিত্রগঠনে কাজে লাগাতে হবে। তা না হলে আমরা সমাজকে কিছু দিতে পারবো না। দেশকে গড়তে হলে নিজেকে শুদ্ধ রাখতে হবে। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানষিক বিকাস ঘটায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা.আব্দুল গফুর, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান উতু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজমত আলী, সিনিয়র শিক্ষক দিলোয়ার হোসেন,বিজয় চন্দ্র কাপালি, মাহমুদুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা মৌমি ও অষ্টম শ্রেণির মিনহাজ উদ্দিন।
পরে অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।