মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি।
মানবতা আজও দেখে মুগ্ধ হই আজকাল যেখানে মানুুষ মানুষের খবর রাখেনা, বিপদে এগিয়ে আসে না এমন একটা সময়ের প্রতিযোগীতা চলছে আমাদের সমাজে, আর বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকার কথা তো না বললেই নয় অনেকের মুখে শুনা যায় ইট পাথরের শহর কথা টা কি আর এমনে এমনেই বলে রাস্তার পাশে কত শত মানুষ পড়ে থাকে কে কার খবর নেয় আসলেই মানুষের মন আজ পাথরের মতোই এমন অমানবিক প্রতিযোগীতার সময়ে ও আমাদের সমাজে কিছু মানবিক মানুষ আছে বলেই আজও আমার পৃথিবী এতো সুন্দর, যা বলতে চেয়েছিলাম আপনাদে তা হলো, ৮ ই নভেম্বর রোজ মঙ্গলবার একটি সামাজিক সংগঠন বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এর কাছে একটি আবেদন আসে ঢাকার দক্ষিণ বনশ্রী প্রতিক সোসাইটিতে রক্তাক্ত অবস্থায় একটি কুকুর যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে দ্রোত চিকিৎসা করে বাঁচাতে হবে, হয় তো তার একটি পা কেটে ফেলতে হবে তাই কিছু টাকার প্রয়োজন এমন মানবিক আবেদন করেন হাসিব ও শ্রাবন্তি নামে দুই জন তরুণ তরুণী ,তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক
তাহেরা খাতুন সংগঠনের গ্রুপে সকল কে অবগত করেলে সকলের আর্থিক সহযোগীতায় বর্তমানে কুকুটি হাসিব ও শ্রাবন্তি চিকিৎসা করাচ্ছেন পেট কেয়ার ক্লিনিকে, জানা যায় কুকুরটি কে দুজন সিকিউরিটি গার্ড মনের ইচ্ছে মতো পিটিয়ে বাশের সাথে বেধে রাস্তার পাশে মৃত মনে করে পেলে যায়, তবে প্রাণে বেঁছে আছে দেখতে পেরে এক মানবিক তরুণ হাসিব ও মানবিক তরুণী শ্রাবন্তি র জন্য বেঁছে যাবে কুকুরটি আশা করছি, আজও বেঁছে আছে মানবতা।