যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসে চাকুরী পেলেন বড়লেখার আবুল হোসেন

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিস (NHS) মিডিলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে চাকুরি পেয়েছেন বড়লেখার কৃতি সন্তান মো:আবুল হোসেন নুর। আবুল হোসেন দেশে থাকা অবস্হায় যুক্তরাজ্যের ভিসা এপ্লিকেশন সেন্টারে ৩বছর চাকুরী করেন পাশাপাশি লেখালেখিতে সংযুক্ত ছিলেন, পরবর্তীতে লেখাপড়ায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য স্টুডেন্ট ভিসায় পাড়ি জমান যুক্তরাজ্যে। লেখাপড়ার পাশাপাশি তিনি ইউকে ক্যান্সার রিসার্চ সেন্টারে চাকুরী করেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহিত জড়িত আছেন।

আবুল হোসেন ২০২২ সালে যুক্তরাজ্যের বল্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সহিত এমবিএ ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৬ সালে দক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি এবং মদন মহন কলেজ থেকে ২০০৮সালে এইচ,এস,সি ও সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সহিত বিবিএ পাশ করেন পরবর্তীতে তিনি সিলেট ল-কলেজ হতে ২০১৫ সালে এল,এল,বি পাশ করেন।

আবুল হোসেন এর গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ(দ:)ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামে তিনি মরহুম মো:তৈয়ব আলী সাবের ছেলে ও মরহুম কুটু পীর সাবের ভাতিজা এবং ফ্রান্স প্রাবাসী আমির আলী ও কামিল হোসেন এর ছোট ভাই।