মৌলভীবাজার জেলায় ‘জেলা পর্যটন উন্নয়ন কমিটি’র সভা

মৌলভীবাজার প্রতিনিধিঃ

প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা পাহাড়-সমতল-জলভূমি এই ত্রিমাত্রিক সৌন্দর্যমণ্ডিত জেলা মৌলভীবাজার।

জেলার পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নের জন্য বুধবার (৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ‘জেলা পর্যটন উন্নয়ন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহকারী কমিশনার (পর্যটন সেল), বিভিন্ন অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ট্যুর অপারেটর এসোসিয়েশনের প্রতিনিধি, সভাপতি, হোটেল মালিক সমিতি, ট্যুর গাইড এসোসিয়েশনের প্রতিনিধি, জেলার বিভিন্ন পর্যটন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং জেলা পর্যটন উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।