স্টাফ রিপোর্টারঃ
দলীয় কার্যালয়ে সিভি গ্রহণ করছেন মৌলভীবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলার অধিনস্ত মৌলভীবাজার সদর উপজেলা শাখা, মৌলভীবাজার পৌর শাখা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক পদে কারিকুলাম ভিটা (সিভি) বা জীবনবৃত্তান্ত জমা গ্রহণ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার চৌমুহনায় দলীয় কার্যালয়ের দপ্তর শাখায় যুবলীগের ৮৬ নেতা তাদের সিভি জমা দিয়েছেন। সভাপতি পদে ২৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬০ জনের সিভি গ্রহণ করেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ ও বিজন দে।
মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন ১৫ জন। এরমধ্যে সভাপতি পদে ৮ জন হলেন – জাহিদুল আলম সুমেল, দীপাংশু চন্দ, মোহাম্মদ কামরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, সোহেল আহমদ, সিতার আহমদ, মো. মোস্তাক আহমদ ও জাহেদুল করিম মনু। সাধারণ সম্পাদক পদে
৭ জন হলেন – কামরুল ইসলাম মুন্না, মো. শায়েক হোসেন, মো. আকমল হোসেন, রাহাত আহমদ, মো. সাহিদুর রহমান, আলী হায়দার খান জহির ও মো. মামুন আহমদ চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন ৫৯ জন। এরমধ্যে সভাপতি পদে ১৫ জন হলেন – মো. আব্দুল বারী বেলাল, সুজিত চন্দ্র শর্মা, মো. শহীদুর রহমান (শহীদ), শামীম আহমেদ, মো. মোমিনুল হোসেন (সোহেল), শরীফুল কবির রাকিব, মো. আব্দুল তোয়াহিদ আকাশ, মো. ওমর ফারুক, মো. সাবের আহমদ, মো. বদরুজ্জামান সেলিম, আবিদ হোসেন (তানভীর), মো. আবুল কাশেম কাছুম, সঞ্চয় সরকার, মো. মসুদুর রহমান মসুদ ও মো. শায়েখ খাঁন।
সাধারণ সম্পাদক পদে ৪৪ জন হলেন- মনসুর রহমান রাহেল, মো. শহিদুল ইসলাম শিপন, মো. তানভীর আহেমদ, শাহ আলম, মো. মুহিবুল ইসলাম, মো. বদরুল আলম, মো. মাহবুব উল আলম (মামুন), মো. সাজন আহমেদ রানা, মো. সাইফুর রহমান, শহিদুর রহমান, কাশ্মির আহমেদ নাহিদ, মো. মোশাররফ হোসেন রাজিব, মো. রয়েল মিয়া, শাওন দেব, সাইফুর রহমান তারেক, মো. শাহান মিয়া, মো. কায়েছ আহমদ, মো. মোশাহিদ আহমদ, রাজু দেব বর্মন, মো. শেরজাহান (সেজু), আলী আমজদ ইমরান, মো. আব্দুল মোক্তাদির নাছের, প্রসূন কান্তি দত্ত পাপন, মো. ইমাদুল ইসলাম (রাজিব), শফিকুল ইসলাম জাবেদ, দেবদুলাল চক্রবর্ত্তী, মো. মোতাহার হোসেন (রাজন), ইমরান আহমদ (সুফিয়ান), সুমন মিয়া, কাওছার আলী আহেমদ, রাহুল দেব, মো. আকরামুল হক ইসকান, মো. সোয়েব আহমদ, মো. জুবেদ মিয়া, মকবুল হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. জহিরুল ইসলাম শাহিন, মো. সামিউর রহমান, আলী জাকোয়ান রিমেল, মো. নিজাম মিয়া, মাহাবুবুর রহমান রাব্বি, পংকজ কুমার নাগ, মো. শফিকুর রহমান ও মো. নুরুল আমিন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখা উপরোক্ত তিনটি শাখার শীর্ষ দুই পদে জীবন বৃত্তান্ত আহবান করে।