মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির সেরা সন্তানে পরিণত হবে-অধ্যক্ষ ড.দিদার চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ড.দিদার চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে আমাদের। মাদকের করাল গ্রাস থেকে আমাদের ছেলেমেয়েরা যেন নষ্ট না হয়ে যায়, তা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। এটাকে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, ক্রীড়া বিনোদনের কোনো বিকল্প নেই। তাই আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র মুখস্ত বিদ্যা শিখবে না। একটা শিশুর ভেতর যে মেধা ও মনন থাকে তাকে বিকষিত হওয়ার সুযোগ দেয়া। আজকে যারা মেধাবী শিক্ষার্থী তারাই ভবিষ্যতে দেশ ও জাতির সেরা সন্তানে পরিণত হবে এটা আমার বিশ্বাস। তিনি ১৩ ফেব্রুয়ারী বিকালে দক্ষিণ সুরমাস্থ মেট্রোসিটি প্রি-ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত মেট্রোসিটি মেধাবৃত্তি ২০২৪ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন। মেট্রোসিটি প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ  মো: সাহেদ হুসাইন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা নাসরিন আক্তার এর পরিচালনায়,

সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম সি কলেজের সহ:অধ্যাপক মো. মোসাদ্দেক হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর কর্মকর্তা আমিনুল বাশার, চারখাই হাই স্কুলের শিক্ষক বাবলু রহমান, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস তালুকদারসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার হিসেবে প্রত্যেককে ১টি ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, গত বছর ২৬ অক্টোবর সিলেটের বিভিন্ন স্কুলের  প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।