গতকাল বৃহস্পতিবার(২৪ এপ্রিল) রাতে হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি ইনডোর খেলার মাঠে ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে ‘মিন্টু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সবশেষে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের আলী হেলাল।
প্রতিযোগিদের বয়স ভেদে টুর্নামেন্টকে দুটি ভাগে ভাগ করে আলাদাভাবে অনুষ্ঠিত হয়। প্রবীণ বা অবসরে যাওয়া খেলোয়ারদের নিয়ে একটি টুর্নামেন্ট এবং নিয়মিত খেলোয়ারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রবীণদের টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন জাকির ও রূপক, রানারআপ হন করিম ও নীলমণি। নিয়মিত খেলোয়ারদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন শোয়েব ও মিন্টু, রানারআপ হন রনি ও সাথী।
বন্ধু, স্বজন ও স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও ঐক্যতা বাড়াতে এই খেলার আয়োজন করা হয় বলে জানান ব্যতিক্রমী টুর্নামেন্টের মূল আয়োজক মিন্টু দেব।