মা-ভালোবাসার অনন্ত নাম

মা—ভালোবাসার অনন্ত নাম

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

আজ মা দিবস। একদিনের আনুষ্ঠানিকতা হয়তো কোনোভাবেই মায়ের ভালোবাসার ঋণ শোধ করতে পারে না, তবুও এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—একজন মা কেবল একটি সম্পর্কের নাম নয়, বরং এক বিশাল আত্মত্যাগের প্রতীক।

জন্মের পূর্ব থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যাঁর ভালোবাসার ছায়া জড়িয়ে রাখে, তিনি আমাদের মা। তাঁর কোনো স্বার্থ নেই, প্রত্যাশা নেই, শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর নিরবিচার দয়া।
মায়ের ভালোবাসা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না।
তিনি আমাদের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক, প্রথম সাহস।

একজন মা কতো কী করেন সন্তানের জন্য! নিজের আরাম-আয়েশ ত্যাগ করে সন্তানকে ভালো রাখার চেষ্টা, দিনের পর দিন নির্ঘুম রাত পার করে শুধু সন্তানের মুখের হাসি দেখতে পাওয়া—এসবই যেন তাঁর জীবনের পরম তৃপ্তি। অথচ, আমরা অনেক সময় তা বুঝেও বুঝি না।

আজকের এই মা দিবসে আমাদের করণীয় শুধু একটি কথায় সীমাবদ্ধ নয়।
আমাদের উচিত প্রতিদিন, প্রতিনিয়ত মায়ের পাশে থাকা।
তাঁকে সময় দেওয়া, কথা শোনা, যত্ন নেওয়া—এগুলোই একজন মায়ের জন্য সবচেয়ে বড় উপহার।

আজ, মা দিবসে আমরা শ্রদ্ধা জানাই সেই সব মায়েদের, যাঁরা যুদ্ধ করে সন্তান মানুষ করেন।
যাঁরা নিজের স্বপ্ন ভুলে সন্তানের স্বপ্নকে বড় করেন।
যাঁরা মমতার হাতছানিতে পুরো পরিবারকে আগলে রাখেন।

আজ আমরা বলি,
মা, তুমি পৃথিবীর সব আলো ছাপিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।
তোমার জন্যই আমি আছি, তোমার ভালোবাসাই আমার জীবনের অনুপ্রেরণা।

মা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, বরং একটি উপলক্ষ—মাকে আরও গভীরভাবে উপলব্ধি করার, ভালোবাসার, শ্রদ্ধা করার।

শুভ মা দিবস।