শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির কার্যকরী কমিটি পুর্নগঠন, আলোচনাসভা এবং উপজেলার ৭ টি সামাজিক সংগঠন কে সম্মাননা স্মারক প্রদন করা হয়েছে।
(১৪ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় জিম্মি পার্টি সেন্টার হলরুমে উক্ত অনুষ্ঠানে মুহাম্মদ মাহতাব আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা নারীশিক্ষা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন সবুজ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল ইসলাম পুতুল, এম এম আতিকুর রহমান, জাকির হোসেন মাস্টার, মোঃ সামছুল ইসলাম জাপান, রহিম উদ্দিন, আব্দুল খালিক ইঞ্জিনিয়ার, ঝুনু আহমেদ, শিমুল চৌধুরী, শাহাব উদ্দিন, হিফজুর রহমান (মেম্বার) সরকার অনুমোদিত প্রেস সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সদস্য সাংবাদিক শাহরিয়ার শাকিল, মাওলানা ময়নুল ইসলাম, শাহীন আহমেদ,
আমিনুল বাবলু, সাইফুল আলম স্বপন, নিজাম উদ্দিন, জামিল আহমেদ এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বড়লেখা পাবলিকেশন সোসাইটির স্থায়ী পরিষদের সহকারী সমন্বয়ক সিরাজুল ইসলাম শিরুল, সহ সভাপতি তোফায়েল আহমেদ তুহেল, আহমেদ জাকারিয়া, কাওসার আহমেদ, ইকবাল আহমেদ, সুজেল আহমেদ, সাহেদ আহমেদ,রাসেল আহমেদ, ইমরান হোসাইন জয়। পারভেজ আহমেদ, প্রমুখঃ
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবগঠিত কমিটি ঘোষনা করেন।এবং অতিথিবৃন্দ সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, বড়লেখা পাবলিকেশন সোসাইটি প্রতিষ্টালগ্ন থেকে বড়লেখা উপজেলার বিভিন্ন জায়গায় সামাজিক ও মানবিক কাজ করে আসছে, সে জন্য নিশ্চয় সংগঠনটি প্রশংসার দাবি রাখে, এবং আগামীতে ও যেন আরো বেশি সামাজিক কাজ করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দগন। বড়লেখা উপজেলার ৭ টি সামাজিক সংগঠন কে বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়ে বিশেষ সহযোগিতা করায় পাবলিকেশন সোসাইটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এবং দুওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।