বড়লেখায় শিয়ালের কামড়ে আহত ৭, এলাকায় আতঙ্ক

শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (২ জুন) সকাল থেকে শনিবার (০৩ জুন) বিকেল পর্যন্ত শিয়ালটি তাদের কামড়িয়ে আহত করেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। আহতরা বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, সুনামপুর গ্রামের আছারুন নেছা (৫৫), নিতিরানী দাস (৫২), সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের সুমা রানী দেবী (৪৩), সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)।

বড়লেখার দাসেরবাজার ইউপির চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী রোববার বিকেলে জানান, একটি শিয়াল দুদিনে সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামের কয়েকজনকে কামড়িয়ে আহত করেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। একটি গরুকেও শিয়ালটি কামড়িয়েছে। এতে মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *