বড়লেখায় বাংলাদেশ কালোয়ার সমাজ সম্মেলন (বৃহত্তর সিলেট) অনুষ্ঠান

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণ ভাগ, দক্ষিণ ইউনিয়ন এর নিউ সমনবাগ চা বাগানের লক্ষিনারায়ন কালোয়ার এর বাসভবনে বাংলাদেশ কালোয়ার সমাজ সম্মেলন ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুস্টানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ২২টি চা বাগানের ব্যক্তিবর্গ ছাত্র যুবক ও মুরুব্বিয়ানগণ।বাবু বিজয় প্রসাদ কালোয়ার এর সভাপতিত্বে,বাবু শ্রীকুমার কালোয়ার ও রঞ্জিত কালোয়ার ইউপি সদস্যর সঞ্চালনায়, গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় উক্ত অনুষ্ঠান,গীতা পাঠ করেন দীপক কালোয়ার নিউ সমনবাগ চা বাগান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালোয়ার সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু কান্তিলাল কালোয়ার আলীনগর চা বাগান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণ কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। প্রদিপ কালোয়ার মদনমোহন পুর চা বাগান। দিলিপ কালোয়ার (মাস্টার) রাজনগর চা বাগান। ক্ষুদিরাম কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। লক্ষ্মীচরণ কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। লক্ষীনারায়ণ কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। রামপ্রসাদ কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। হিরালাল কালোয়ার সাগরনাল চা বাগান। কাশিরাম কালোয়ার সাইতুলা বস্তি (শ্রীমঙ্গল)। উমাশংকর কালেয়ার আলীনগর চা বাগান।

উক্ত সম্মেলনে প্রধান অথিতি বলেন আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত রাখতে হবে। সবাই কে একমত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সকল কালোয়ার সমাজের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রত্যেক ভ্যালীতে মাদকমুক্ত প্রতিনিধি তৈরি করতে হবে। তাছাড়া বাগানে বাগানে কালোয়ার সমাজ ছাত্র সংগঠন করতে হবে। এবং কেন্দ্রীয় কমিটির আর্থিক ফান্ড করতে হবে, আরো বলেন বাংলাদেশের প্রত্যেক সমাজের একেকটা ফান্ড আছে কিন্তু আমাদের কোন ফান্ড নেই। তাই আজ থেকে আমরা একটা আর্থিক ফান্ড তৈরি করবো,

বিভিন্ন চা বাগান থেকে আসা অতিথি গন একক ভাবে সম্মিলিত হয়ে বর্তমান কমিটি পাঁচ বছর মেয়াদ শেষ হবার কারনে তাদেরকে বিদায়ী সম্মাননা জানিয়ে নতুন কমিটিগনকে স্বাগতম জানিয়ে দুই বছরের জন্য বরন করে নেন, সে সময় কেন্দ্রীয় কমিটি সভাপতি নির্বাচিত হোন, বিজয় প্রসাদ কালোয়ার রাজনগর চা বাগান। সহ সভাপতি বিদ্যাধর কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। সাধারণ সম্পাদক অজয় কালোয়ার কালীঘাট চা বাগান ।সহ সম্পাদক বচন কালোয়ার মালনীচড়া চা বাগান (সিলেট)। কোষাধ্যক্ষ মুন্না কালোয়ার আলিনগর চা বাগান। সহকারী কোষাধ্যক্ষ দিপেন কালোয়ার সাইতুলা বস্তুি শ্রীমঙ্গল। সাংগঠনিক সম্পাদক শ্রী কুমার কালোয়ার নিউ সমনবাগ চা বাগান। প্রচার সম্পাদক দীপক কালোয়ার ব্রাহ্মণ বাজার। সদস্য সুমন কালোয়ার সাগরনাল চা বাগান। সদস্য তাপস কালোয়ার ধলই চা বাগান।সদস্য জনি কালোয়ার কালিটি চা বাগান (কুলাউড়া)। উপদেষ্টা মন্ডলির নির্বাচিত হয়েছেন, কৃষ্ণ কালোয়ার শ্রীমঙ্গল। দিলিপ কালোয়ার (মাস্টার) রাজনগর চা বাগান। কান্তিলাল কালোয়ার আলিনগর চা বাগান। শ্যামলাল কালোয়ার রাজনগর চা বাগান। প্রদিপ কালোয়ার মদনমোহন পুর চা বাগান।

এসময় সম্মেলন পরিচালনা করেন রামকুমার কালোয়ার প্রকাশ কালোয়ার, নিউ সমনবাগ চা বাগান, লিটন কালোয়ার,জয় কুমার কালোয়ার, রঞ্জিত কালোয়ার,রাধেশ্যাম কালোয়ার,দিলিপ কালোয়ার,কান্ত কালোয়ার,রামজিত কালোয়ার, তাপস কালোয়ার, অজয় কালোয়ার ইন্দ্রজিত কালোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *