বিপিএল সিলেটে, টিকিট মিলেবে ১৫০ টাকায়

 

ডেস্ক রিপোর্টঃঃ

 

ঢাকার প্রথম পর্ব শেষে চায়ের দেশ সিলেটে বিপিএল শুরু হচ্ছে আগামী ৬ই জানুয়ারি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হওয়া পর্বটি চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত।

যেখানে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সিলেট পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি।

সিলেট পর্বে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের ম্যাচই আছে পাঁচটি। সোমবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

গতকাল শনিবার (৪ঠা জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশান ও রংপুর রাইডার্সের খেলোয়াড়দের অনুশীলন করেতে দেখা গেছে। বিপিএল উপলক্ষ্য সিলেটেও সাজসাজ রব।

ক্রিকেটপ্রেমিরা ব্যাট-বলের ঝড় দেখার অপেক্ষার প্রহর গুনছেন।

আজ রোববার থেকে সিলেটে বিপিএলের টিকিট পাওয়া যাবে। এবার ঘরে বসে অনলাইনে (www.gobcbticket.com.bd) টিকিট সংগ্রহ করা যাবে।

 

এছাড়াও মধুমতি ব্যাংক ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা দেখতে সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। গ্যালারিগুলোকে ভাগ করা হয়েছে মোট ১২টি ভাগে। একটি টিকিটে দিনের দুটি ম্যাচই উপভোগ করা যাবে।

১৫০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও গ্রীণ হিল এরিয়া, শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট কাটা যাবে।

 

ইস্টার্ন গ্যালারি ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। এছাড়াও গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।

সোমবার স্বাগতিক সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএল সিলেট পর্বরে খেলা মাঠে গড়াবে। এদিন সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

পরদিন ৭ই জানুয়ারি প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

একদিন বিরতির পর ৯ই জানুয়ারি ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংসের ম্যাচ।

এছাড়া ১০ই জানুয়ারি দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স এবং সিলেট স্টাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ।

ফের একদিন বিরতি দিয়ে ১২ই জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস ম্যাচ।

১৩ই জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চিটাগাং কিংস এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে সিলেট পর্বের ইতি ঘটবে। মোট ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।