ডেস্ক রিপোর্টঃঃ
যুক্তরাজ্যে চিকিৎসাধিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বুধবার (১৫ জানুয়ারি) সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে নগরীর ৩৭নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে।
পরিবেশ, পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদা অনুসারে গঠন করা হয়েছে ৩১ দফা। সময়ের সাথে এই ৩১ দফাই স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে। – যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে।
মানসম্পন্ন, সমৃদ্ধশীল ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তুলবে বিএনপির ৩১ দফা।
৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি চান মিয়ার বাচ্চুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক সামছুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক,
সবুর আহমদ, মহানগর বিএনপির জলয়বায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, পারভেজ আহমদ।
উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য কাহির আহমদ, ফারুক মিয়া, তৈমুর রাজা, সাব্বির হোসাইন জামিল, শিব্বির আহমদ, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, উসতার আহমাদ, হেলাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআর তেলাওয়াত করেন মনাফ জালাল।