বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নির্বাচন সম্পূর্ণ

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

বাংলাদেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন’ কেন্দ্রীয় কার্যকরী সংসদ নির্বাচনে (২০২৩-২০২৫) সব ক’টি জয়লাভ করেছে জাকারিয়া-আমিন পরিষদ।

রবিবার ১৮ ডিসেম্বর দেশের ১২টি অঞ্চলের ১২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৩৩১ জন ভোটারের মধ্যে ২২৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গলস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মো. আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির সদস্য সচিব মো. বশির আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ (চেয়ার) ১৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মাহবুব রেজা (বটগাছ) পেয়েছেন ৬০৮ ভোট। সহ-সভাপতি (২টি পদ) পদে কংকন জ্যোতি ভট্টাচার্য (দেয়াল ঘড়ি) ১২০৫ ভোট ও শেখ কাওছার মিয়া (ছাতা) ১০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ পদের অন্য প্রার্থীরা হলেন শফিউল আলম শাহীন (মাছ) ৪৫২০ ভোট, রিংকু মিত্র (দোয়াত কলম) ৩৪৭ ভোট, বলাই কায়স্থ (কুড়াল) ২৯৭ ভোট ও মো. আমির আলী (বালতি) ২৮৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান (মই) ১০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (চাকা) পেয়েছেন ৭৫৪ ভোট। এ পদের অপর প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ২২০ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী (হরিণ) ১৪৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজী তমিম উল আম্বিয়া (মোমবাতি) পেয়েছেন ৪৪৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে গঙ্গেশ রঞ্জন দেব (বাই-সাইকেল) ১১২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রদীপ প্রসাদ যাদব (মোবাইল ফোন) পেয়েছেন ৮১১ ভোট।
কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাস (কবুতর) ১২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখর চৌধুরী (উড়োজাহাজ) পেয়েছেন ৬৯২ ভোট।
প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া (মোরগ) ১০৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. খায়রুল ইসলাম (প্রজাপতি) পেয়েছেন ৮০০ ভোট।
শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুর রহমান রাসেল (চশমা) ১০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুনীল পাল (হারিকেন) পেয়েছেন ৫৯৪ ভোট। এ পদের অপর প্রার্থী রজত কান্তি দেশমুখ্য (ফুটবল) পেয়েছেন ৩৭৩ ভোট।

এছাড়া আঞ্চলিক প্রতিনিধি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-নর্থ সাউথ অঞ্চল সভাপতি পদে মো. আব্দুল মালিক, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত); জুড়ী অঞ্চল সভাপতি পদে শাহীন আহমদ, সাধারণ সম্পাদক পদে লিটন দাশ; লংলা অঞ্চল সভাপতি পদে মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল তাহিদ লিমন; মনু অঞ্চল সভাপতি পদে মো. তানভীর হাসান, সাধারণ সম্পাদক পদে দিলীপ যাদব (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত); দলই অঞ্চল সভাপতি পদে মন্তাজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে ইমন দেবনাথ; বালিশিরা উত্তরাঞ্চল সভাপতি পদে নীলমোহন সিংহ, সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন; বালিশিরা পূর্বাঞ্চল সভাপতি পদে মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম; বালিশিরা পশ্চিমাঞ্চল সভাপতি পদে বদরুল আলম (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে শ্রীকান্ত আহীর; লস্করপুর পূর্বাঞ্চল সভাপতি পদে দেবদাশ ভট্টাচার্য (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে সুলতান আহমদ; লস্করপুর উত্তর সভাপতি পদে সুনীল বিশ্বাস (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক পদে বিক্রম সিংহ (বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত); লস্করপুর পশ্চিমাঞ্চল সভাপতি পদে মো. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক পদে এবং চট্টগ্রাম অঞ্চল সভাপতি পদে অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে অসিম চাকমা।

 

মোঃ আমজাদ হোসেন বাচ্চু
শ্রীমঙ্গল
১৯ ডিসেম্বর
০১৭১১৩০০০৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *