বড়লেখায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও কমিটি গঠন

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

আগামী ০১ ডিসেম্বর জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গৌরব, সংগ্রাম, ঐতিহ্যের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা ও উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) রাত ৮ ঘটিকায় পৌর শহরের স্থানীয় হলরুমে প্রস্তুতি সভায় নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, যুব বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, নিরঞ্জন দেব নাথ নিলুসহ প্রমুখ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ আহবায়ক ও আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া উদযাপন কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

সভায় ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, আহমেদ নোমান ও প্রচার সম্পাদক নূরে আলম মোহন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য রেদোয়ান আহমেদ রুম্মান, নিরঞ্জন দেব নাথ নিলু, সাব্বির আহমদ আবির ও সাধারণ সদস্য গণেশ কর উদযাপন আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

উদযাপন আহবায়ক কমিটি ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচী পালন করবে। এর মধ্যে ১ লা ডিসেম্বর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৪ ডিসেম্বর নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, জনহিতকর কার্যক্রমসহ ডিসেম্বর মাসব্যাপী
সামাজিক,মানবিক স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে উদযাপন আহবায়ক কমিটি।

এছাড়াও ৯ সদস্যবিশিষ্ট পরামর্শক কমিটির সদস্যরা হলেন, পৃষ্টপোষক কবির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস মহিলা বিষক সম্পাদক জাহানারা বেগম ও অর্থ বিষয়ক আহবায়ক মাওলানা মাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *