শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রির অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় পৌরসভার বারইগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়েছে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রীতম ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রি করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে তিনি দেখতে পান গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।