বড়লেখায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান সম্পন্ন
শাহরিয়ার শাকিল, বড়লেখা থেকেঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে।
শনিবার( ২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় বৃত্তি বিতরন অনুষ্টানে শিক্ষক এমদাদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো আসলাম সারওয়ার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো জুবায়ের আলম, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো ইয়াইয়া, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার পরিচালক মো সেলিম উদ্দিন, এম এইচ এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, কিন্ডারগার্টেন
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহেল আহমদ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব মো আব্দুল হক।
উল্লেখঃ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে নগদ অর্থ,সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।