শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি
প্রবাসীদের সহযোগিতায় ১ম ধাপে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘ জি. এম. জি বড়লেখা।
শুক্রবার (২৪ জুন) বড়লেখা উপজেলার অন্তর্গত বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকি কুটাউরা গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে বিকেল ৫ টা থেকে নিয়ে রাত ৭ ঘটিকা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ করা হয়েছে, এসময় জাগরণীর নেতৃবৃন্দগন হাকালুকির কুটাউরা গ্রামের বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ প্রতিটি মানুষের বাড়িতে নৌকা দিয়ে খাদ্য সামগ্রী গুলো পৌঁছে দিয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল,পিয়াজ, আলু, লবন,হলুদ, তেল, মরিচ,বাখর, খাওয়ার স্যালাইন।
এ, সময় বন্যা কবলিত ছোট ছোট শিশুদের জন্য কেক, লিচুর জুস, চকলেট ইত্যাদি বিতরণ করা হয়েছে।
বন্যা কবলিত মানুষেরা এই রকম নিত্য প্রয়োজনীয় উপহার গুলো পেয়ে তাদের মুখে ফুটে উটছে আনন্দের তৃপ্তি।
জাগরণীর নেতৃবৃন্দ বলেন, আমরা নিজ চোখে এইরকম দৃশ্য গুলো দেখে সত্যি আমরা খুবই মর্মাত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারো আমরা ২য় ধাপে বন্যা কবলিত মানুষের মাঝে আমাদের প্রবাসীদের সহযোগিতার মাধ্যমে এর চেয়ে ভালো কিছু উপহার নিয়ে আবারো তাদের মাঝে উপস্থিত হবো। এর পাশাপাশি সামাজিক সংগঠন, এবং বৃক্তবানদের প্রতি অনুরোধ জানান সবাই যেনো বন্যা কবলিত মানুষের পাশে দাড়ায়।