পুরনো কাপড়েই ঈদ করতে হবে

‘ধান এখনো ওঠে নাই। পুরনো কাপড়েই ঈদ করতে হবে’ এভাবেই বলছিল নেত্রকোনার হাওরের কৃষকের স্কুলপড়ুয়া ছেলে সাব্বির মিয়া। সে জানায়, ধানের ওপর নির্ভর তারা। মন কিছুটা খারাপ হলেও আর কোনো উপায় নেই। সংশ্লিষ্টরা জানায়, কয়েক বছর ধরেই প্রাকৃতিক নানা দুর্যোগের কবলে পড়ছে হাওরবাসী। গেল বছর খরায় পুড়েছে নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকের ফসল। আগের বছর বন্যায়। কয়েক বছর ধরে ঈদের আগেই ধান কাটা শুরু হয়। কৃষকরা বলেন, এবার ধান পাকবে ঈদের পর। হাওরের কৃষকদের আয় নির্ভর করে ধানের ওপর। ধান কাটতে না পারায় এখানকার কৃষকদের কাছে ঈদ ও পয়লা বৈশাখের আমেজ ফিকে। তার ওপর প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা তো রয়েছেই। ফসল ঘরে ওঠার আগে কোনো ধরনের দুর্যোগে পড়লেই সর্বনাশ।