শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওরের বাইক্কা বিল মোট ৯ দিন বন্ধ থাকবে। বাইক্কা বিল পাখি ও মাছের আভয়াশ্রম।
সৌন্দর্য্যবর্ধন ও সংস্কার কাজের জন্যই এটি বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিলে প্রবেশ বন্ধ রেখেছে।
সড়ক মেরামতসহ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ জানুয়ারী পর্যন্ত পর্যটনকেন্দ্র বাইক্কা বিল দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বড়গাঙিনায় অবস্থিত বাইক্কা বিল দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী আসেন এই বিলে। নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি শীতকালে অসংখ্য পরিযায়ী পাখি ছুটে আসে। এজন্য দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় বাইক্কা বিল।