নড়াইলের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নড়াইলের ঘটনার বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কয়েকজনকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি’ দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, মূলত ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পাশাপাশি যে যুবকের আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তাকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে এ ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, কী কারণে ঘটনা ঘটিয়েছে- সব বিষয়ই আমরা তদন্ত ও দায়ীদের চিহ্নিত করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শান্তিপ্রিয় পরিবেশকে ঘোলাটে করে একটি মহল বিশৃঙ্খলা তৈরি করছে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপর আছে। দায়ীদের খুঁজে বের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *