ডেস্ক রিপোর্টঃঃ
উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী।
অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মো. আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মো. সরওয়ার শিকদার, মো. রাকিল হোসেন, এস আর চৌধুরী সেলিম।
গত বুধবার (২৫শে ডিসেম্বর) নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলো কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও এম এ আহমদ আজাদ।
নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার।
নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ,
নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন,
বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম শিহাব আহমেদ চৌধুরী প্রমুখ।