ধর্মীয় ও পার্থিব জীবনে রাসুলের শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়-সিটি মেয়র

খুলনা প্রতিনিধি :

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) ছিলেন বিশ্বের জন্য রহমত স্বরূপ। ধর্মীয় ও পার্থিব জীবনে রাসুলের শিক্ষা মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর আদর্শ নিয়ে চললে সমাজে কোন হানাহানি থাকবে না।

তিনি আজ (রবিবার) সকালে নগর ভবন চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম। রাসুলের আদর্শ অনুসরণ করে চললে জীবন হবে উন্নত। হযরত মুহাম্মদ (সা:) তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাঁর আদর্শ ও বিচক্ষণতা বিশ্বের জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি নারীর মর্যাদা ও অধিকারের বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু। কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। হযরত মুহাম্মদ (সা:) এর জীবন সম্পর্কে আলোচনা করেন কেসিসি’র ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি’র শিক্ষা সমিতির সভাপতি মাওলানা নাছির উদ্দিন কাসেমী ও খুলনা আলীয়া মাদ্রাসার মুফতি মুসফিকুর রহমান। অনুষ্ঠানে কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পরে মেয়র দিবসটি উপলক্ষ্যে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিকে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *