দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শ্রীমঙ্গলে ব্যবসায়ী নেতাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধে মৌরভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার ৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি, দেবাশীষ ধর পার্থ, ব্যবসায়ী সমিতির সাধারণ হাজী মো. মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক মো. ফারুক মিয়া, দপ্তর সম্পাদক সুজিত শর্মা, সদস্য মুমিন আহমেদ, জসিমউদদীন পলাশ, মো. জাকির মিয়া, পরিমল পাল, সামছুল ইসলাম শামীম, মো. আমজাদ হোসেন বাচ্চু, অজয় দাস।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কদর আলী, মো. নাছির উদ্দীন, আব্দুস শুক্কুর, বেলাল আহমেদ, মো. হাবিবুর রহমান, মো. জলিল মিয়া, বুলবুল আহমেদ, যোগেন্দ্র পাল, নুর ইসলাম প্রমুখ। সভায় পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে সজাগ থাকতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান প্রশাসনের কর্মকর্তারা।