ডেস্ক রিপোর্টঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ৬২ বস্তা চায়না রসুনসহ ৩ জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ৩টি অটোরিক্সাও জব্দ করা হয়। গত ৩রা জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রাম থেকে পাচারের মালামালসহ তাদের আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুছ সাত্তারের পুত্র জাকির হোসেন (২০),
একই ইউনিয়নের বালিছড়া গ্রামের মন্তাজ উদ্দিনের পুত্র শাখাওয়াত হোসেন কামাল (১৯) এবং উস্তিঙ্গের গাঁও গ্রামের মৃত আবু বকর ছিদ্দিকের পুত্র আব্দুল্লাহ আল মোজাহিদ (২০)।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, বাংলাদেশ থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে চায়না রসুন ভারতে পাচারকালে ৩টি অটোরিক্সা ও ৬২ বস্তা চায়না রসুন জব্দ করা হয়।
এ সময় ৩ জন আসামীকে আটক করে পুলিশ। সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।