দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ  জুয়েল রানা | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ জুলাই ২০২২ : “তব ভুবনে তব ভবনে, মোরে আরো আরো আরো দাও স্থান”-এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে ‘বিশ্ব আইভিএফ দিবস ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই ২০২২) সকাল ১০টায় শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়।

ডা. দিপাঞ্জলী পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, ডা. সাধন চন্দ্র ঘোষ, ডা. সত্যকাম চক্রবর্তী, ডা. মাখলুকা মোর্শেদ ও অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার হাসপাতালের সাবেক কনসালট্যান্ট (গাইনি) ডা. সুধাকর কৈরী।

বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে আইভিএফ সম্পর্কে বক্তব্য দেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের পরিচালক ডা. নিবাস চন্দ্র পাল।

এর আগে বিশ্ব আইভিএফ দিবস ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *