নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই হোক ৭ জানুয়ারিকে কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছি, তা চালিয়ে যেতে হবে। আমরা ৭ জানুয়ারি হারিনি। এ দেশের জনগণ যে সমর্থন দিয়েছেন তা বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।
সোমবার রাজধানীর মালিবাগের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশবরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোট।
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার বিভিন্ন কায়দায় ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে; কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, আবার বিরোধী দলের সঙ্গে বসে পিঠা ভাগাভাগি করেছে।’
এ আন্দোলনের পরাজয় হয়নি জানিয়ে তিনি বলেন, যারা জনগণের ভোট ছিনতাই করেছে, পরাজয় তাদের হয়েছে। ইতিহাসে এ দায় তারা কখনো মুছতে পারবে না। জনগণ আমাদের সঙ্গে আছে, আমরা কিছুই হারাইনি। যারা সংসদ ছিনতাই করেছে তাদের কাছ থেকে জনগণের অধিকার ছিনিয়ে আনতে আন্দোলন অব্যাহত থাকবে।
১২ দলীয় জোটের ইফতারে আরও অংশ নেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, গণফোরামের (একাংশ) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের অন্য অংশের আহ্বায়ক কর্নেল (অব.) ড. মশিউজ্জামান, জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, মনসুরুল হাসান রায়পুরী, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।