ডেস্ক রিপোর্টঃঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘জনগণের পাশে থেকে কাজ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।
বিএনপি জনগণের দল সুতরাং জনগণের দুর্ভোগ-কষ্ট-হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়-এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনসংবর্ধনা যেন জনদূর্ভোগের কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
১৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক,যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর খান মিনারের সংবর্ধনায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।
যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকবে। জনগণ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ করবে না।
শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।’
সাবেক ছাত্রনেতা মিনার গতকাল দেশে আসলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা দেন দলের নেতাকর্মীরা।
মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারের পরিচালনায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর খান মিনার।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ,
মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ শিপন, আফজল খান পাপলু, শিমুল আহমদ, ফখর ইসলাম ফুরুক,
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি, এনামুল হক, মহানগর যুবদল সহ সাংগঠনিক সম্পাদক ছায়েদ মোস্তাকিম সানি, সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, অমিতাভ কর, আব্দুস ছালাম ভূইয়া, সিলেট জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।