বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার
জেলার বড়লেখায় জেলা পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ের শেষ হাসি হাসলেন আজিম উদ্দিন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।
ঘোষিত ফলাফলে বৈদ্যুতিক পাখা মার্কায় ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘুড়ি মার্কায় আবু আহমদ হামিদুর রহমান শিপলু পেয়েছেন ৪২ ভোট আর ক্রিকেট ব্যাট মার্কায় ৩০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন শহীদুল আলম শিমুল।
জানা যায়, উপজেলার মোট ১৪৬ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।