মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী ও কুলাউড়ায় পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় অনেকে আশ্রয় কেন্দ্রে উঠলেও বেশিরভাগ মানুষ নিজ ঘরে কষ্ট করে বসবাস করছেন। দীর্ঘস্থায়ী এ বন্যায় বেশিরভাগ মানুষ পড়েছেন খাদ্য সংকটে। বন্যার্তদের সাহায্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
রবিবার (৩ জুলাই) জুড়ী উপজেলার জায়ফরনগর ও কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী, ঔষধ ও নগদ অর্থ বিতরণ করেন সানাবিল ফাউন্ডেশন, টেক্সাস, ইউএসএ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সানাবিল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তাজুল ইসলাম তারা মিয়া, লন্ডন প্রবাসী এম এ মোমিন মনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, আওয়ামীলীগ নেতা আব্দুল মোনাফ, ইমরুল ইসলাম, ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোতাহের হোসেন, ভুকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এনামুল হক মকদ্দস, সাংবাদিক মোঃ জাকির হোসেন , সমাজকর্মী হামিদা ইসলাম রুজি, সমাজসেবক বদরুল ইসলাম, উপজেলা চত্বর জামে মসজিদের খতিব নাহিদ আহমদ আরো উপস্থিত ছিলেন, সংবাদকর্মীগণ প্রমুখ।