জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে। বুধবার ১৬ আগস্ট জুড়ী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এসব পোনামাছ অবমুক্তকরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর তত্বাবধানে পোনা মাছ অবমুক্তকরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শাহনেওয়াজ সিরাজী, সহকারী কমিশনার( ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া,ওসি মোশাররফ হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর আলম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃরমা পদ দে,কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, সমবায় কর্মকর্তা নিখাদ সুলতানা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে হাকালুকি হাওর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফিসারি, পুকুরে এসব পোনা মাছ বিতরন করা হয়।