নিজস্ব প্রতিবেদক ঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “জীবনে সফল হতে হলে একটি লক্ষ্য থাকা চাই। আর সেই লক্ষ্য টিক করতে হবে কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে। অনেকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে নাও পারেন। এতে ভেঙ্গে পড়ার কিছু নেই। হতাশ হলে চলবে না। তবে যে লক্ষ্য আমরা ঠিক করি তা মনেপ্রাণে বিশ্বাস করতে হবে। মনে রাখতে হবে জীবন হলো ম্যারাথন দৌড়ের মতো। জীবনকে ১শ’ বা ২শ’ মিটার স্প্রিন্টের সাথে তুলনা করলে চলবে না। জীবনের দীর্ঘ চলার পথে সক্ষমতা নিয়ে টিকে থাকতে হবে। এজন্য অর্জন করতে হবে যথাযথ শিক্ষা ও দক্ষতা। জীবনে এক পথ বন্ধ হয়ে গেলে হাজার পথ খোলা থাকে।” গত ১২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার খাদিমপুরের নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি ও সনদপত্র বিতরণ ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি আশরাফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাহবুবুল হাকিম, সচেতন নাগরিক কমিটি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সিলেট এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার।
উল্লেখ্য, অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতি বিগত ৩০ বছর ধরে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।