ডেস্ক রিপোর্টঃঃ
ঘটনাটি যুক্তরাষ্ট্রের। দেশটির এক চিকিৎসক এক দশকের বেশি সময়ে দুই শতাধিক রোগীর ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। এই অপরাধে দেশটির ম্যাসাচুসেটসের গ্র্যান্ড জুরি ওই চিকিৎসককে তার পেশা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত চিকিৎসকের নাম ডেরিক টড। কয়েকজন রোগী তার বিরুদ্ধে মামলা করার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগে উল্লেখ করা হয়, ডেরিক টড প্রয়োজন ছাড়াই রোগীদের শ্রোণীদেশের থেরাপি দিয়েছেন এবং স্তন ও জননেন্দ্রীয়ের পরীক্ষা করেছেন। ২০১০ সালের দিকে এমন যৌন নিপীড়ন শুরু করেন তিনি।
এ বিষয়ে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এদিন টডকে দুই নারীর যৌন নিপীড়নের মামলায় দুই দফা ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে।
তবে শুক্রবার টড আদালতের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলায় ১০ হাজার ডলার মুচলেকায় জামিনে রয়েছেন তিনি।
গ্র্যান্ড জুরি চিকিৎসক টডকে ভুক্তভোগীদের কাছ থেকে দূরে থাকার ও তাদের সঙ্গে কোনও যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে তার পাসপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত সব অনুমতিপত্র জমা দেওয়ার এবং চিকিৎসা পেশায় যুক্ত না থাকা ও পাসপোর্ট বা অনুপতিপত্রের জন্য নতুন করে আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দফতরের একজন মুখপাত্র এ তথ্য জানান।
সূত্র:- এপি, নিউ ইয়র্ক পোস্ট