গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থাকার ধারাবাহিকতায় বিজয়ের মাসে সেনাবাহিনীর উপহার ‘ঘর’ পেলেন মৃত অনারারী ক্যাপ্টেন বীর বিক্রম তাহের আলীর অসহায় পরিবার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামে আনুষ্ঠানিক ভাবে তাহের আলীর পরিবারের হাতে ঘরটি হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে মেজর মাহমুদুল হাসান, পিএসসি (অধিনায়ক, ৬৫ ই বেংগল) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এছাড়াও অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সদর দপ্তর ৫২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ৬৫ ই বেংগল (রিয়ার) এর ব্যবস্থাপনায় অসহায় গৃহহীন/ভূমিহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বীর সেনা মুক্তিযোদ্ধা তাহের আলীর পরিবারের অবস্থা বিবেচনায় গত ৪ জুন একটি টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করা হয়। ঘরের কাজ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তাহের আলীর পরিবারের হাতে ঘরটি হস্তান্তর করা হয়।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া, বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরণের মানবিক কার্যক্রম সহায়তা চলমান রাখবে। সেনাবাহিনীর এহেন দেশসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।