গাজা যুদ্ধ ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’: জাতিসংঘের মানবিক প্রধান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক প্রধান।

জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণবিষয়ক বিদায়ী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস গতকাল শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

গাজা যুদ্ধের ছয় মাস পূর্ণ হলো আজ রোববার। এর আগে গতকাল গ্রিফিথস একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি সম্মিলিত সংকল্পের আহ্বান জানান।

জাতিসংঘের মানবিক প্রধান বলেন, প্রতিদিন এই যুদ্ধে আরও বেশিসংখ্যক বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।