ডেস্ক রিপোর্টঃঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আহত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় বিএসএমএমইউর রোগী কল্যাণ সমিতি ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সেইসঙ্গে গণ-অভ্যুত্থান আহত রোগীদের শীতকালীন পিঠাও খাওয়ানো হয়।
এসময় বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের খোঁজ-খবর নেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ভিসির একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।