কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু, নার্স প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃঃ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে হাসপাতালের তৃতীয় তলার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন: মল্লিক ও জহিরুল ইসলাম।

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ই জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান। ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় কয়েকটি কক্ষের কাঁচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিয়াকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার গণমাধ্যমকে বলেন, নার্সকে বলা হয়েছিল দুই রোগীকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার জন্য। কিন্তু নার্স ভুলে অ্যানেসথেসিয়ার ইনজেকশন পুশ করে ফেলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটে। অপারেশন শুরুর আগে অ্যানেসথেসিয়া ইনজেকশন চিকিৎসকের দেওয়ার কথা ছিল।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।