নিজস্ব প্রতিবেদক :
২০ মার্চ রোজ বৃহস্প্রতিবার বিকাল ০৪.০০ ঘটিকার সময় এসএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কামরুল ইসলাম ও নায়েক হতে এএসআই (সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত আল আমিন‘কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সিটিএসবি) মোঃ আফজাল হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাজীব কুমার দেব সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
এসময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্তদের উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।