চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চলতি মাসে সরকারি চাকরির বেশ কয়েকটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে; আছে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও। সবশেষ পাওয়া খবরে ২১টি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১ লাখ ৭ হাজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষক ও প্রভাষক।
মূলত মার্চ ও এপ্রিল—এ দুই মাসে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে আবেদন শুরু হয়েছে। আর কিছু প্রতিষ্ঠানে এ মাসে আবেদন শুরু হবে।
লক্ষাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশতি হওয়ায় চাকরিপ্রার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির গ্রুপগুলোয় অনেকে এগুলোকে ‘মেগা সার্কুলার’ বলে সাধুবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক প্রতিষ্ঠান দু-তিন বছরেও চাকরির পরীক্ষা নেয় না, সে ক্ষেত্রে আবেদনের টাকা নষ্ট হয়—এ নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন অনেকে।