আমরা অচিরেই উন্নয়নের গতিতে ফিরে যাবো, মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রী 

মোঃ কাওছার ইকবাল, মৌলভীবাজার,
করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নাই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে হয় উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলোও সম্পন্ন করতে পারবো।
বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় অর্থনীতিতে টালমাল অবস্থা চলছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যার কারণে আমরা বর্তমানে সামান্য আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো ব্যাপার নয়। সব ঠিক হয়ে যাবে।
মন্ত্রী বলেন, হাওরের জলাভূমিতে চড়ে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। তবে আমাদের সচেতনতার অভাব আছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো: সাইফুর রহমান বাবুল, এম এ রহিম শহিদ সিআইপি, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।
সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। মন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *