আবারও শাটডাউনের মুখোমুখি যুক্তরাষ্ট্র। যথারীতি শাটডাউন এড়ানোর জন্য তারা নতুন ব্যয় পরিকল্পনা হাতে নিয়েছে এবং ইতিমধ্যে হাউস অব রিপ্রেজেনটেটিভ এই ৪৬৭ দশমিক ৫ বিলিয়ন বা ৪৬ হাজার ৭৫০ কোটি ডলারের ব্যয়ের পরিকল্পনা পাস হয়েছে।
বিবিসি সংবাদে বলা হয়েছে, এর মধ্য দিয়ে আংশিক শাটডাউন এড়ানোর লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। কেন্দ্রীয় সরকারের ৩০ শতাংশ ব্যয়ের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ আজ শুক্রবার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার কথা। ফলে অনতিবিলম্বে নতুন ব্যয় পরিকল্পনা পাস না হলে শাটডাউনের মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে।
হাউসে বিলটি পাস হওয়ার পর এখন তা যুক্তরাষ্ট্রের সিনেটে পেশ করা হবে, বিলটি সেখানে পাস হলে সরকার আংশিক শাটডাউন এড়াতে পারবে। সিনেটের নেতারা এই পদক্ষেপে সমর্থন জানাবেন বলে অঙ্গীকার করেছেন। তবে শঙ্কার বিষয় হচ্ছে, মার্কিন সরকার এবার শাটডাউন এড়াতে পারলেও এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে কংগ্রেস দুবার শাটডাউনের মুখোমুখি হলো।