নিজস্ব প্রতিবেদন
জাতীয় দৈনিক নববানী পত্রিকার সন্দ্বীপ উপজেলার প্রতিনিধি সাংবাদিক ফয়েজ উল্যাহ ফায়েল খান রমজান মাসের আগ থেকে কাজ করে যাচ্ছেন সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এতিম খানা ও হেফজ বিভাগের ছাত্রদের কোরআন শরীফ উপহার দিয়ে।
জানা যায় গত ৩ মাসে সন্দ্বীপ উপজেলার প্রবাসীদের সহযোগিতায় ও তার ব্যক্তিগত ভাবে মোট ৩০০ পিসের বেশি কোরআন শরীফ বিতরণ করেছেন সন্দ্বীপের বিভিন্ন মাদ্রাসা এবং গাছুয়া আমির খান মোহাম্মদ ফেরিঘাট সংলগ্ন মাদ্রাসা আবু হুরায়রা রাঃ নূরানী বিভাগের প্লোর কাজের জন্য ৯ বস্তা সিমেন্ট সহ বিভিন্ন মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
বর্তমান মাহে রমজানে কিছু প্রবাসীভাইদের সহযোগিতায় ৫ অসহায় পরিবার কে এক মাসের ইফতার সামগ্রী উপহার দিয়েছে।
বর্তমান সন্দ্বীপের অবহেলিত এতিম ও অসহায় বাচ্চাদের ঈদ উদযাপন করতে তিনি মহৎ উদ্যোগ গ্রহন করেছেন।
তার ব্যক্তিগত ২০ পিস পান্জাবি সহ প্রবাসী ও মানবিক ভাইদের সহযোগিতা সন্দ্বীপ বিভিন্ন ইউনিয়নের এতিম সহ অসহায় বাচ্চাদের ঈদ উপহার পাঞ্জাবি পৌছে দেওয়া হবে বলে জানান।
তিনি বলেন ৫ জন মসজিদের ইমান,৩ জন বৃদ্ধ ও ৫ জন বাচ্চা সহ মোট ১৩ জনকে পান্জাবি উপহার দেওয়া সম্পন্ন হয়েছে।
অসহায় বাচ্চাদের ঈদ উদযাপন করাতে এমন মহৎ উদ্যোগ গ্রহন করেছেন বলে আমাদের জানান সাংবাদিক ফয়েজ উল্যাহ ফাযেল খান।