সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল:–
ডেস্ক রিপোর্টঃঃ
বছরের পর বছর অনুপস্থিত ১৬ নার্সকে উপস্থিত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
একই সাথে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা ৪৩ নার্সের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ (যুগ্মসচিব) বরাবর পাঠানো তিন চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
একই সাথে অন্যান্য কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে মতামত জানাতে চিঠি দেওয়া হয়েছে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনিরের কাছেও।
গত ৮ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত ৪৫.০৩.০০০০.০০৭.২৭.০০১.১৯ (খন্ড-২) ৪১ নং চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশ কার্যকর করার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে নির্দেশ প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা-২ শাখার সহকারী সচিব মো. কামাল হোসেন এসব চিঠিতে সই করেছেন।
নার্সিংয়ের ডিজিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনুপস্থিত ১৬ জন নার্সকে উপস্থিত দেখিয়ে অতিরিক্ত বেতন-ভাতাদির বিল ডিডিও ফরোয়ার্ড করে সরকারি অর্থ উত্তোলনের সাথে সরাসরি জড়িত সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থার অগ্রগতি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
অপর চিঠিতে বলা হয়, ‘হাসপাতালের অননুমোদিতভাবে অনুপস্থিত নার্সদের বছরের পর বছর ডিউটি রোস্টারে নাম অন্তর্ভুক্ত করিয়ে বিধিবহির্ভূতভাবে বেতন-ভাতাদি উত্তোলনে সহযোগিতা করার দায়ে সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এদিকে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠাতে নির্দেশ দিয়ে আরেক চিঠিতে বলা হয়, ‘হাসপাতালের অননুমোদিতভাবে অনুপস্থিত ৪৩ জন নার্সের বিরুদ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অনুপস্থিত থেকেও ১৬ জন নার্স কর্তৃক অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বিধিগত ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থার অগ্রগতি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনিরের কাছে প্রেরণ করা ওই চিঠিতে বলা হয়েছে, ‘হাসপাতালের অনুপস্থিত থাকা নার্সদের ডিউটি রোস্টারে নাম রাখা, অনুপস্থিত থেকেও বিধিবহির্ভূতভাবে বেতন-ভাতাদি উত্তোলন করা এবং এ কাজে হাসপাতালটির অন্যান্য কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’