অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা’র নেতৃত্বে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান

 

নিজস্ব প্রতিবেদন :
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা নেতৃত্বে, ২১/০৩/২০২৫খ্রিঃ রাত ১২ টার পর হতে ২২/০৩/২০২৫খ্রিঃ সকাল পর্যন্ত অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্লক রেইড, চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হয়।
অভিযানের স্থানসমূহ:কোতোয়ালী থানাধীন জিন্দা বাজার এলাকার বিভিন্ন হোটেলে, বন্দর বাজার এলাকার বিভিন্ন হোটেল, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন রশিদ চত্বর, কদমতলী এলাকার বিভিন্ন হোটেল, খোজার খোলা, লাউয়াই চেকপোস্ট। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খানসহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।