সিলেটে র‍্যাবের জালে ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান

 

ডেস্ক রিপোর্টঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার তাজপুর ইউনিয়নে নিজ এলাকা উদরকোনা পালপাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মশিহুর রহমান সোহেল  এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৫ই আগস্টের পর নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে হওয়া বেশ কয়েকটি মামলার আসামি তিনি।