সিলেটে এয়ার  টিকেটের নামে বি-ফ্রেশ কর্মকর্তা নাহিদের অভিনব প্রতারনা ও জালিয়াতির অভিযোগ । 

 

বাংলাদেশ প্রতিক্ষণ :

 

সিলেটে (বি-ফ্রেশ) নামক একটি  সুনামধন্য কোং কর্মকর্তা নাহিদুজ্জামান চৌধুরী নাহিদ

 বিমানের আন্তর্জাতিক প্লাইটের এয়ার টিকেট বিক্রির নামে প্রতারনা, টিকেট জালিয়াতি করে কৌশলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

 

 প্রতারক সিন্ডিকেটের মূল হোতা ‘নাহিদুজ্জামান চৌধুরী উরফে নাহিদ (বি-ফ্রেশ) নামক একটি  সুনামধন্য কোং সিলেট অফিসের কর্মকর্তা

 

দীর্ঘদিন থেকে ঝাল- জালিয়াতির মাধ্যমে দেশী- বিদেশী, গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সে বর্তমানে  উধাও রয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন এয়ার লাইন্সের টিকেট  জালিয়াতির প্রমান সহ একাধিক  গ্রাহকের  টাকা আত্ম সাতের অভিযোগ রয়েছে। বি- ফ্রেশ একটি সুনামধন্য কোম্পানিতে কর্মরত থাকায় দেশী বিদেশী মানুষের সাথে পরিচয় হয়। তার এই পরিচিতিকে কে কাজে লাগিয়ে সু কৌশলে হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার খবরে প্রবাসী  টিকেটের ক্রেতাগন দিশেহারা হয়ে প্রতারক নাহিদকে খোঁজে ভেড়াচ্ছেন ভুক্তভোগীরা।

প্রতারক নাহিদ ইপশহর ই – ব্লকের একটি বাসায় বসবাস করে সে খানেও তাকে পাওয়া যাচ্ছে না।

বি-ফ্রেশ সিলেট অফিস আনন্দ টাওয়ারেও তাকে পাওয়া যাচ্ছে না। অনেক গ্রাহককে ব্যাংকের চেক প্রদান করা হলেও একাউন্টে কোনো টাকা নাই ।  উপশহরস্থ তার ভাড়া বাসার মালিকের সাথে যোগাযোগ করা হলে, বাসার মালিক ঘটনার সত্যতা শিকার করে বলেন, নাহিদের কাছে আরোও অনেক পাওনাদার  আসেন এ নতুন কোনো বিষয় না।  এসব বিষয়ে আরোও বিস্তারিত জানতে বি- ফ্রেশের সিলেট অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগীরা  স্থানীয় প্রশাসনকে প্রতারনার  বিষয়টি   লিখিতভাবে জানানোর পদক্ষেপের কথা জানান  । এদিকে প্রতারনা সহ নানা অভিযোগে অভিযুক্ত নাহিদুজ্জামান চৌধুরীর  মুটো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোনো ভাবেই  যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।  প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে প্রতিবেদক বি- ফ্রেশের লগো সম্বলিত এয়ার টিকেটের কপি ব্যাংকের  চেক সহ আরো অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে।