স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে সিলেট স্টেশন থেকে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত বলেন, ‘সিলেট স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে শ্রীমঙ্গল স্টেশন থেকে ফেরত পাঠিয়ে দিয়েছি। এ ছাড়াও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসছিল, সেটাও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ফেরত পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রিজ চরম ঝুঁকিতে। এ জন্য অনির্দিষ্টকালের জন্য সিলেটের সঙ্গে সব ট্রেন বন্ধ থাকবে।