ডেস্ক রিপোর্টঃঃ
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাবেক ৩ বারের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স ছিল ৮০ বছর।
তিনি বেশ কয়েকদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
পরে গতকাল সকাল ৯টা ৫০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজের ১ম জামাত মংলিপার জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজার নামাজ গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ধুপাগুলের আটকিয়ারি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সংসার জীবনে তাহার ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সালিসি ব্যাক্তিত্ব।খাদিমনগর ইউনিয়নে ৩ বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। তার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।