শ্রীমঙ্গল পৌরসভার মশক নিধন কর্মসূচির উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডিস মশার বিস্তার ঠেকাতে মশক নিধন কর্মসূচি উদ্বোধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শ্রীমঙ্গল পৌরসভা।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এসময় প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশা দমনে ঔষুধ ছিটানো হয়। এ বছরও মশার উপদ্রপ ঠেকাতে মশক নিধন কর্মসূচি চালু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ধারা মশক নিধন কর্মসূচি পালন হবে।

পৌর প্রশাসক ও মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুসাম্মৎ শাহিনা আক্তার বলেন, মশার উপদ্রব ও মশাবাহী রোগ প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন আবাসিক এলাকা, হাট-বাজার, মার্কেটে ওষুধ ছিঁটানো হচ্ছে।
কর্মসূচি উদ্বোধনকালে শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ কাজী মো. আব্দুল করিমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।