শ্রীমঙ্গল থানার নবাগত ওসি’ জাহাঙ্গীর’কে আসক ফাউন্ডেশনের ফুলের শুভেচ্ছা

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল থানায় নবাগত যোগদান কৃত অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার’কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাতে অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে এই শুভেচ্ছা জানান এবং কমিটির পরিচিতি পত্র ও অভিনন্দন পত্র দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ফয়ছল আহমেদ, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক লুৎফুল হক লোকমান, যুগ্ম সম্পাদক ছালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক আব্বাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পংকজ সরকার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, কার্যকরী সদস্য জামাল আহমেদ, সৌরভ সীল প্রমুখ।